বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে দখলবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বহিষ্কার করার পর বিএনপি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। এ আইনি পদক্ষেপের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় দলের নেতারা এজাহার দাখিল করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে সাইনবোর্ড লাগানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্য নেতারা ওই খালের জায়গা দখলমুক্ত করেছেন এবং থানায় এজাহার দাখিল করেছেন।

এছাড়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ২০ জনের বিরুদ্ধে রোববার ভালুকা থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ এজাহার দায়ের করেন।

এই বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে সতর্ক করে সংগঠনগত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর