images

সারাদেশ

ময়মনসিংহে ২ মামলায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ আসামি ২৩৫৫ জন

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ এএম

ময়মনসিংহে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ দু’হাজার ৩৫৫ জনকে আসামি করে পৃথক মামলা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

আরও পড়ুন: পান্নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করল ভারত

এর আগে শুক্রবার দিনগত রাতে মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ এবং উপজেলার দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে পৃথক মামলা করেন।

মামলায় অপর আসামিরা হলেন - মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, ৯ ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে সাবেক দুই এমপির নামে মামলা

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী কেএম খালিদকে প্রধান আসামি করে মামলা করেন। এ মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়।

একই তারিখে উপজেলার দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। সেখানেও সাবেক প্রতিমন্ত্রী কেএম খালিদকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৯২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৪০০-১৫০০ জনকে আসামি করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ