জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ০২:৪৫ পিএম
নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: দীঘিনালার ৮ শতাধিক বন্যার্ত পেল চিকিৎসা ও ওষুধ
তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে ট্রাকে কতগুলো বস্তা রয়েছে তা জানা সম্ভব হয়নি। এদিকে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: হবিগঞ্জে সেনাবাহিনীর হাতে ৩ দুষ্কৃতকারী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘ দিন ধরেই। পাচারকারী চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিভর্তি ফেলে যাওয়া ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মডেল থানার এসআই মো. আব্দুল জলিল জানায়, গোপন সংবাদের খবরে তারা ট্রাকটি জব্দ করেন। চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/ এমইউ