images

সারাদেশ

শেখ হাসিনা ছিলেন ভারতের গোলামি সরকার: খেলাফত মজলিস

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৪, ০৩:৫৬ পিএম

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, শেখ হাসিনার সরকার ছিলেন ভারতের এক ধরনের গোলামি সরকার। ভারত সরকার বিগত তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নিলর্জ্জভাবে সমর্থন করেছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরের দিকে জেলা খেলাফত মজলিশের আয়োজনে, মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচন করে তিন বার অবৈধভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। সেসময় খুন গুম করে মানুষকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে। কিন্তু অয়নাঘর কোনো জেলখানা নয়। এই স্বৈরাচার মনে করেছিল চিরদিনের জন্য ক্ষমতায় থাকবে। সে আর ক্ষমতাচ্যুত হবে না। কিন্তু ছাত্র-জনতা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঝরিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে।

thumbnail_20240825_122350

নায়েবে আমির আহমদ আলী কাসেমী আরও বলেন, ছাত্র জনতার স্বাধীনতাকে নসাৎ করতে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। ভারত অসময়ে তাদের বাঁধ খুলে দিয়েছে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন খেলাফতে মজলিসের নেতাকর্মীরা

আরও পড়ুন

সিরাজগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

এসময় জেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, জেলা কমিটির সভাপতি পীর কামেল মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা জাবের আল সাফা, জেলা যুব মজলিশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, হরিরামপুর উপজেলা সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।

প্রতিনিধি/এসএস