শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দলীয়করণ মুক্ত করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে শহরের এসএস রোডস্থ চেম্বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন

এ মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো দলীয়করণ চাই না। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

এ সময় সিরাজগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাবেক পরিচালক শফিকুল ইসলাম জিন্নার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, রহুল আমিন খসরু ও আশরাফুজ্জামান আশা।

আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসসের সাংবাদিক নিহত


বিজ্ঞাপন


মানববন্ধনের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও ভয়াবহ বন্যায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর