বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ত্রাণ পরিবহনের জন্য বাস না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শনিবার (২৪ আগস্ট) রাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ (শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, কাপড়) সহায়তার জন্য পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের বাসটি না দেওয়ায় বিপাকে পড়েন।
আরও পড়ুন: হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
কয়েক দিন ধরে সংগ্রহ করা ত্রাণের একটি অংশ নিয়ে নোয়াখালী ও কুমিল্লায় যাওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাওয়ার বাস না দেওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিবহন প্রশাসক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে দায়ী করে স্লোগান দেন।
আরও পড়ুন: পাহাড়ের প্রথম ম্রো নারী ডাক্তার সংচাং
আন্দোলনের মুখে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত বাস দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রতিনিধি/ এমইউ