images

সারাদেশ

জয়পুরহাটে মাটির দেয়াল ধসে কৃষক নিহত

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম

images

জয়পুরহাটের আক্কেলপুরে অতি বৃষ্টিতে মাটির দেয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সকালে আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন একই গ্রামের মৃত তছের আলী জোয়ারদার ছেলে।

আরও পড়ুন

গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে দেওড়া গ্রামের কৃষক আবুল হোসেনের বাড়ির দেয়াল নরম হয়ে পড়ে। শনিবার সকালে তিনি ওজু করার জন্য বাড়ির টিউবওয়েলে যান। এসময় বৃষ্টিতে নরম হওয়া সেখানকার দেয়াল হঠাৎ করে তার ওপর ধসে পড়ে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন জানান, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

প্রতিনিধি/এসএস