images

সারাদেশ

লুটপাট-চাঁদাবাজি বিএনপির রাজনীতি নয়: আমীর খসরু

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

images

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী বলছেন, লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না বিএনপি। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে। তাদের রাষ্ট্র ও তাদের ভালোবাসা নিয়ে বিএনপির রাজনীতি। এটাই আমাদের নিশ্চিত করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ ও রাজনীতিকর্মী বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। তাদের কোনো রাজনীতি আগামী বাংলাদেশে থাকবে না।

শনিবার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফজু মিয়ার (হাট) বাজারে বন্যাদুর্গত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে এ মন্তব্য করেন।

thumbnail_20240824_130801

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমাদের প্রিয়জনদের হারিয়েছি। গুম, খুন হত্যা, পুলিশের কাস্টোরিতে মৃত্যুসহ খালে জঙ্গলে মারা গেছেন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেসব শহীদের রক্তের শোধ দিতে পারব না।

যেসব কারণে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। জনগণের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে তাদের রক্তের প্রতিদান দিতে পারব।

thumbnail_20240824_130859

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বিএনপির এ নেতা আরও বলেন, এখন বিএনপির সঙ্গে মিলেমিশে তারা এখন আকাম-কুকাম করতে চেষ্টা করবে। সেদিকে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

আরও পড়ুন

‘১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ সম্ভব নয়’

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু।

প্রতিনিধি/এসএস