মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ সম্ভব নয়’

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষ্যম নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছি।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগা ওয়াট স্প্রেক্টা সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সহসাই বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না। কারণ প্রতিবছর এই খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ইতোপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনায় এই সমস্যা হয়েছে। কমদামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।

আরও পড়ুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

উপদেষ্টা আরও বলেন, বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর