জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমানের নামে সড়ক
বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি নিহত কলেজছাত্র নজিবুল সরকার বিশালের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে এই টাকা তুলে দেন।
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, পাঁচবিবি উপজেলা পরিষদের (বর্তমানে অপসারিত) চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ধরঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ অনান্য পদস্থ কর্মকর্তা, গ্রামবাসী ও কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন বিশাল। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। নজিবুল সরকারকে নিয়ে তার মা-বাবার অনেক স্বপ্ন ছিল।
নজিবুল সরকারের পরিবার খুবই অস্বচ্ছল। এ কারণে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে নিহত নজিবুল সরকারের পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ