জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১১:২১ এএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিক্ষক মাওলানা মিজানুর রহমান (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নাওগাও ইউনিয়নের নাওগাও গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে তরুণের মৃত্যু
মাওলানা মিজানুর অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি শিক্ষক মরহুম আলহাজ মজিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পশ্চিম পাশে নিজ ফিসারিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প (মোটর) চালু করতে গেলে সেখানে শিক্ষক মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাওলানা মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান নামে এক শিক্ষক মারা গেছেন বলে আমি শুনেছি।
প্রতিনিধি/ এমইউ