images

সারাদেশ

গুলিতে নিহত কাউছারের স্মরণে লক্ষ্মীপুরে শোক মিছিল 

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৪, ০৮:৪৮ এএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবলীগের গুলিতে নিহত কাউছার ওয়াহেদ বিজয়ের স্মরণে শোক মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। 

আরও পড়ুন: ‘টাঙ্গাইলে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে’

শোক মিছিলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোজাহারুল হক ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। 

কাউছার লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি সদর উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের ইসমাইল পাটওয়ারী বাড়ির ইসমাইল হোসেন ফিরোজের ছেলে। 

আরও পড়ুন: মাদারীপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট সারাদেশের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থী-জনতা আন্দোলনে নামে। ওই দিন আওয়ামী লীগের লোকজন শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থী-জনতার ধাওয়ায় আওয়ামী লীগের লোকজন পালিয়ে যায়। 

এতে আন্দোলনকারীরা ঝুমুর থেকে উত্তর তেমুহনী হয়ে বাজারের দিকে যাওয়ার পথে তমিজ মার্কেট এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। সেখানে কাউছারসহ তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ওই দিন আরও এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

প্রতিনিধি/ এমইউ