জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে পাশাপাশি মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। মহাসড়কে গণপরিবহন নেই বললেই চলে। জেলা শহরেও থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না। এ সময় শহরের খালপার এলাকা ছাড়া বাসস্ট্যান্ডসহ শহর এলাকায় পুলিশের উপস্থিতি কম দেখা যায়।
সোমবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড ও জেলা শহর ঘুরে এমন অবস্থা দেখা যায়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৬
তবে মহাসড়কে কিছু সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা চলাচল করতে দেখা যায়। ফাঁকা রাস্তা পেয়ে সাঁই সাঁই গতিতে ছুটে চলছে এসব পরিবহন।
মহাসড়কে যান না থাকায় পরিবহন মালিকদের সঙ্গে কথা বললে তারা জানান, আন্দোলনের ভয়ে আমরা যানবাহন রাস্তায় নামাইনি। কারণ, আন্দোলনকারীরা আমাদের গাড়ি ভাংচুর করে। এছাড়া তারা আগুন দিয়ে গণপরিবহন পুড়িয়ে দিতে পারে। এই ভয়েই আমরা যানবাহন বের করিনি।
আরও পড়ুন: বরিশালে বিজয় উল্লাসে জনতার ঢল
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মো. মিরাজ বলেন, ট্রাফিক, টিআই ও সার্জেন্ট পুলিশ বাসস্ট্যান্ড এলাকাসহ মহাসড়কেই ডিউটি করছেন। তারা এক জায়গায় বেশিক্ষণ না থেকে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন।
প্রতিনিধি/ এমইউ