images

সারাদেশ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৪, ১০:৫৯ এএম

মানিকগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। 

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মানুরা এলাকার মমতা চক্ষু হাসপাতালের সামনে তারা মহাসড়ক অবরোধ করেন। 

আরও পড়ুন: হল খুলতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এ সময় বক্তারা বলেন, ‘একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেফতার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। এখন আমরা আমাদের এক দফা দাবির বাস্তবায়ন চাই।

আরও পড়ুন: অন্যরা খুললে আমরাও হল খুলবো: বেরোবি ভিসি

এছাড়া শিক্ষার্থীরা এক দফার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ওই সময় মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন না তারা।

প্রতিনিধি/ এমইউ