images

সারাদেশ

শাপলা মৎস্যজীবী সমিতি ফেনী জেলার সেরা 

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৪, ১১:৩৯ এএম

মাছ চাষে বিশেষ অবদান রাখায় ফেনী জেলার শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে পূর্ব ছিলনীয়া শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি। 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহিনা আক্তার সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সেরার স্বীকৃতি দেন।

আরও পড়ুন: হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়লো পাখি মাছ  

ফেনী জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের জেলা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাদেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরী বলেন, এ সম্মাননা আমাকে অনুপ্রেরণা দিয়ে আরও এগিয়ে দেবে। এবার জেলায় সেরা হয়েছি। আগামীতে জাতীয় পর্যায়ে সেরা হবো ইনশাআল্লাহ। 

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে বিশাল আকারের ইলিশ

উল্লেখ্য, ফেনীতে চাহিদার তুলনায় দুই হাজার টন বেশি মাছ উৎপাদিত হচ্ছে। মুহুরি সেচ প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে জেলায় মৎস্য চাষে বিপ্লব সাধন করেছেন স্থানীয়রা। তবে তাতে এবার নেতৃত্বের আসন পেল ফেনী সদর উপজেলার ছনুয়া মডেল ইউনিয়নের পূর্ব ছিলনীয়া শাপলা মৎসজীবী সমবায় সমিতি। 

প্রতিনিধি/ এমইউ