images

সারাদেশ

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটনোর অভিযোগে বিএনপি-জামায়াতের প্রায় ৭০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) পলাশবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: রংপুরে নাশকতার ঘটনায় ৮ মামলা, গ্রেফতার শতাধিক

তিনি বাদী হয়ে শুক্রবার (২৬ জুলাই) পলাশবাড়ী থানায় বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন।

এর মধ্যে এজাহারে ৩০ জন এবং অজ্ঞাতনামায় আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: রাজশাহীতে ৭৫ মামলায় আসামি ৪০০০, মসজিদে মসজিদে চিঠি

এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা পলাশবাড়ীর রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর নামক স্থানে একত্রিত হয়ে যানবাহন ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ