জেলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
এ সময় সড়কের পাশে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। কোটা আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে সড়ক কাঁপিয়ে তোলেন।
আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী বলে দাবি করে সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান তিনি বলেন, আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং মুক্তিযোদ্ধাদেরও সমর্থন করি। তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে গতকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রতিবাদে আমরা সারাদেশে আন্দোলন করছি। তারই অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান। এখানে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছে। বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার সুযোগ নেই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এই ঘটনার তথ্য পেয়েছি কে বা কার সড়ক অবরোধ করেছে। তবে তারা শিক্ষার্থী কিনা এ বিষয়ে নিশ্চিত নয়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এদিকে কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তার কোটা বাতিলসহ বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে শ্লোগান দেয়।
প্রতিনিধি/এসএস