চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সরকারি কলেজের সামনে এসে বিক্ষোভ করে। সেখানে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলেন।
কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শান্তিমোড় এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুধারে অনেক যানবাহন আটকা পড়ে। বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
প্রতিনিধি/এসএস