জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: পিকআপ ভ্যানে ফেনসিডিল, চালক-হেলপার গ্রেফতার
আটক ব্যক্তিরা হলেন - হ্নীলা মৌলভীবাজারের হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) এবং একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।
র্যাব: ১৫-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
তিনি জানান, টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকায় জনৈক জানে আলমের বাড়িতে কতিপয় কারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র্যাবের চৌকস একটি দল।
তখন পালানোর সময় দুই মাদক কারবারি রবি আলম ও নাজির হোসেনকে আটক করা হয়। পরে চটের বস্তার ভেতর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রতিনিধি/ এমইউ