images

সারাদেশ

বস্তাভর্তি গাঁজাসহ নারী আটক

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ০৮:২৮ এএম

বরগুনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বস্তাভর্তি গাঁজাসহ কাকলী আক্তার কলি (৩১) নামে এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বরগুনা টু নিশানবাড়ীয়া রোডের জসিম পঞ্চায়েতের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাকলী আক্তার কলি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইঠা গ্রামের মো. বেল্লাল বয়াতীর স্ত্রী।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, বরগুনা পুলিশের এক টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় এক বস্তায় তল্লাশি করে প্রায় ১৫ কেজি চাপাতির প্যাকেটের মাঝখানে আট কেজি গাঁজার প্যাকেটসহ কাকলিকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। কাকলির স্বামী এক মামলায় জেল হাজতে রয়েছে। এই গাঁজা কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ সংযুক্ত আছে কিনা সে বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

কাকলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি