মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনাজপুরে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, দিনাজুপর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার 

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

সোমবার (৪ মার্চ) দুপুরে পৌর শহরের বালুবাড়ি নিমকালী মন্দির এলাকা থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আটক নারী মাদক কারবারি শহরের ঢাকাইয়াপট্টি এলাকার মংলা মিয়ার মেয়ে জনি বেগম ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর ঢাকা মেইলকে জানান, গোপনে সংবাদ পেয়ে ডিএনসি জেলা কার্যালয়ের একটি চৌকস দল বালুবাড়ি নিমকালী মন্দির এলাকায় অভিযান চালায়।এসময় ঐ নারী মাদককারবারির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ঘরের এক কোণে রাখা ট্রাঙ্কের ভিতর প্লাস্টিক কচটেপ দিয়ে মোড়ানো সাড়ে ৪ কেজি  গাঁজা জব্দ করে।এসময় গ্রেফতার করা হয় নারী মাদককারবারি জনি বেগমকে ।

আটক নারী মাদক কারবারি জনি বেগম দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল ।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে নিশ্চিত করে মাদকের বিস্তার ও চোরাচালান রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ডিএনসি দিনাজপুরের এই জেলা কর্মকর্তা। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর