images

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও কোটি টাকার আইস জব্দ 

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২৪, ১০:০৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা এবং এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। 

বুধবার (১০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদকসহ কারবারি গ্রেফতার

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩-৪ জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় পাচারকারীদের ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বেনাপোলে ১৮ স্বর্ণের বারসহ আটক ১ 

তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা এবং এক কেজি ক্রিস্টাল মেথ আইস। জব্দ করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মাশরুকী।

প্রতিনিধি/ এমইউ