রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বেনাপোলে ১৮ স্বর্ণের বারসহ আটক ১ 

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে  ১৮ স্বর্ণের বারসহ  আটক ১ 

বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি

আটক লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ টহল দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটরসাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি এলে তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের স্বর্ণের ১৮টি বার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

আরও পড়ুন: থানচিতে ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪


বিজ্ঞাপন


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর