images

সারাদেশ

আ.লীগ নেতাসহ জোড়া খুন, ৩৩ ককটেল উদ্ধারসহ গ্রেফতার আরও ৪

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের মামলার আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

শিবগঞ্জে জেলা পরিষদ সদস্য হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

এদের মধ্যে আজম নামে এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা পশ্চিমপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩৩টি ককটেল উদ্ধার করে তা ধংস করা হয়।

thumbnail_IMG_20240709_155747

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে ওই গ্রামের ঘটনাস্থলসহ আশপাশের কয়েকটি স্থানের মাটির নিচ থেকে একাধিক বালতির মধ্যে লুকিয়ে রাখা ৩৩টি ককটেল উদ্ধারসহ নিস্ক্রিয় করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা ডিস্পোজাল টিম।

thumbnail_IMG_20240709_155728

উল্লেখ্য, ২৭ জুন রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ দু’জনকে বোমা হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়।

এ ঘটনায় মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ পলাতক থাকলেও মামলার দুই নম্বর আসামি পলাতক আশরাফের স্ত্রী আম্বীয়াসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিনিধি/এসএস