images

সারাদেশ

জঙ্গলে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পরিত্যক্ত ভবনের জঙ্গলে বিবস্ত্র অবস্থায় মিলল জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মরদেহ।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার দাশুড়িয়া তেতুলতলা নামক স্থানে একটি পরিতক্ত ভবনের জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

নীলফামারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইমামের মৃত্যু

নিহত শিশু জিহাদ হোসেন মুর্শিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়।

child

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় মরদেহ পাওয়া যায়। শুক্রবার রাতেই নিখোঁজ শিশুর বিষয়ে ঈশ্বরদী থানায় একটি জিডি করে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এসএস