জেলা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিলসহ নানি-নাতিকে আটক করেছে সিপিসি-৩ র্যাব-১২ মেহেরপুর ও সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানির সদস্যরা।
শুক্রবার (৫ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে চকশ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মোনাখালী গ্রামের মধ্যপাড়ার মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া (১৯)।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার, মনিরুজ্জামান শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
![]()
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের একটি যৌথ টহল দল গোপন সংবাদে মেহেরপুর সদর উপজেলাধীন চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।
মাদক কারবারিরা সম্পর্কে পরস্পর নানি-নাতি। তারা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য কেনাবেচা করতেন বলে জানান র্যাব কর্মকর্তা।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস