images

সারাদেশ

সাদুল্লাপুরে সেরা ৫ চাষি পেলেন সম্মাননা ক্রেস্ট

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৪, ০৭:০৪ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে সেরা পাটবীজ উৎপাদনকারী পাঁচ চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে - উন্নয়নে প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। 

আরও পড়ুন: উন্মুক্ত জলাশয়ে হাঁস পালনে ভাগ্যবদল রবিউলের

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন - উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোন্তেজার রহমান চঞ্চল, মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম। 

আরও পড়ুন: ‘উৎসে কর কার্যকর হলে চালের দাম বাড়বে’

অনুষ্ঠানে সঞ্চালনা করেন - উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার। এই প্রশিক্ষণে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। একইসাথে এই চাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়। 

প্রতিনিধি/ এমইউ