উপজেলা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় খালের ওপর মসজিদ নির্মাণ এবং খালের পানি প্রবাহকে কেন্দ্র করে হওয়া হামলায় মো. বেলাল উদ্দিন (৪৩) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনিয়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় এসি রবিউলের মৃত্যুবার্ষিকী পালন
এই ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন পূর্ব গোভনিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. আবুল খায়ের। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আহসান উল্লাহ মিলন পলাতক রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একজন আহত হয়েছে বলে শুনেছি। থানায় মামলা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব গোভনিয়া জামে মসজিদটি খালের ওপর নির্মাণ করা হয়েছে। খালের চারদিকে পিলার দিয়ে মসজিদের নিচ দিয়ে পানি প্রবাহের জায়গা রেখে এটি নির্মাণ করা হয়। এরপরও খালের পানি প্রবাহকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হয়।
আরও পড়ুন: চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর
এই বিষয়ে জানতে চাইলে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু বলেন, ‘বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি মসজিদের কারণে আটকে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট দেয় একটি পক্ষ। বিষয়টি মসজিদ কমিটির নজরে এলে তারা মিলনকে শুক্রবার নামাজের পর মিটিংয়ের দাওয়াত দিতে গেলে অতর্কিতভাবে হামলা করা হয়।’
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, হামলার ঘটনা সত্য। থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আসামিকে পাওয়া যায়নি, সে পলাতক রয়েছে। আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ