জেলা প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম
বরগুনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে রুচিতা ফাস্টফুড নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
ভোক্তা অধিদফতর সূত্রে জানা যায়, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে বরগুনা পৌর শহরের ফাস্টফুড ও রেস্টুরেন্টগুলোতে বাজার তদারকি করে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ বিষয়ে বরগুনা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রুচিতা ব্রেড অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস