images

সারাদেশ

মানিকগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় এসি রবিউলের মৃত্যুবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৪, ০৪:৫৯ পিএম

ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ এসি রবিউল করিমের (কামরুল) অষ্টম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে তার জন্মস্থান মানিকগঞ্জের সদর উপজেলার কাটিগ্রামে শোক র‍্যালি এবং পাশের বাসাই এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রবিউলের প্রতিষ্ঠিত স্কুল নজরুল বিদ্যাসিঁড়ির সামনে থেকে শোক র‍্যালি শুরু হয়ে কাটিগ্রাম কবরস্থানে গিয়ে শেষ হয়। 

আরও পড়ুন: দুর্বৃত্তের গুলি-ককটেলে আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

র‍্যালিতে ব্লুমসের (বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য রবিউলের গড়া বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি বিশেষায়িত বিদ্যালয়) শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও রবিউলের ঘনিষ্ঠরা অংশ নেন। পরে তারা রবিউলের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে তারা বাসাই এলাকায় রবিউলের প্রতিষ্ঠিত ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় প্রাঙ্গণে যান। সেখানে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের সভাপতি জি.আর শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন - কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমসের সদস্য সচিব শহিদ রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস, সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, রবিউলের সহধর্মিণী উম্মে সালমা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল। এ সময় জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে তিনি নিহত হন।

প্রতিনিধি/ এমইউ