জেলা প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামে চলছিল বাল্য বিয়ের আয়োজন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেই বিয়ে বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলার অতিথপুর গ্রামে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়।
আরও পড়ুন: ‘বন্যা পরিস্থিতি খারাপ হলে আশ্রয়কেন্দ্র ও খাদ্য সহায়তা বাড়ানো হবে’
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিথপুর গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে এবং একই গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দেয়। একপর্যায়ে বিয়েতে রাজি হয় দুই পরিবার। বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিয়েটি বন্ধ করে দেয়।
আরও পড়ুন: গাইবান্ধায় বন্যার্তদের জন্য যেসব বরাদ্দ মিলছে
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাদির মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইউএনও স্যার ফোনে বাল্যবিয়ের বিষয়টি আমাকে জানান। পরে গিয়ে বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি ওই দুই পরিবারকে সতর্ক করা হয়েছে। ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গোপনে অন্য কোনোভাবে তারা যেন আবার বিয়ে দিতে না পারে - সে বিষয়ে খবর রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ