images

সারাদেশ

খাগড়াছড়িতে লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৪, ০৬:২৫ পিএম

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের লেকের পানিতে ডুবে ইসরাফিল (১৬) নামে স্থানীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ জুন) ঈদের দিন দুপুরে পার্কে বেড়াতে এসে লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিহত ইসরাফিল মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাশিমুল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং (বোট) ভিড়িয়ে লেকের পারে নামে ইসরাফিল। এরপর লাফ দিয়ে বোটে ওঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ঢুবে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পানির তলদেশ থেকে উঠিয়ে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ইসরাফিলের মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

প্রতিনিধি/ এমইউ