images

সারাদেশ

কলমাকান্দায় আগুনে ৯ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৪, ০৫:০১ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা । 

শনিবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: মীরসরাইয়ের বিপণিবিতানে আগুন

তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ীর প্রত্যেককে নগদ সাত হাজার করে টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী দেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে শনিবার দিবাগত রাত ১/২টার দিকে একটি মনোহারী দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত ওই আগুন পাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা পানি ছিটিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এতে ওই বাজারের আশপাশের অনেক দোকান ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

আরও পড়ুন: বাঘাইছড়িতে বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।

প্রতিনিধি/ এমইউ