শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

বাঘাইছড়িতে বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

বাঘাইছড়িতে বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

রাঙামাটির বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চুরাখালী গ্রামে বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (১৮ মে) দুপুরে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এতে কেউ হতাহত না হলেও বজ্রপাতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু 

বাড়িটি চুরাখালী গ্রামের মহসিন মিয়ার বাড়ি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আকস্মিক বজ্রপাতে টিনশেড ঘরটিতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা দ্রুত বাড়ি থেকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা কোনো আসবাবপত্র রক্ষা করা যায়নি। বজ্রপাতের ফলে সৃষ্ট আগুনের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মহসিন মিয়া। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একইসাথে বজ্রপাতও হতে থাকে। এরপর আকস্মিক বজ্রপাতে মহসিন মিয়ার বাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো গেছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর