images

সারাদেশ

খাগড়াছড়ির চম্পাঘাট ছাত্রাবাস পুনঃসংস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম

খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কারের উদ্বোধন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও টিভি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বেলা ১২টায় প্রধান অতিথি ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এ পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন: সাকিবুলের মাথায় ইউএনও’র হাত

এবার সদর জোনের তত্ত্বাবধানে শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার করা হচ্ছে।

এ পুনঃসংস্কারের বিষয়টি উদ্বোধনের সময় শিশু সদনের শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও টিভি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা, চম্পাঘাট শিশু সদনের সভাপতি কনকবরণ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, খাগড়াছড়ি রিজিয়ন এই ধরনের মহতী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার উত্তরোত্তর উন্নতি এবং এ অঞ্চলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।

প্রতিনিধি/ এমইউ