images

সারাদেশ

বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৪, ০১:০৩ পিএম

images

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর গাড়ি, সিএনজিচালিত থ্রি-হুইলার ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন দু’জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- থ্রি-হুইলার চালক সাইদুল ইসলাম (৪০) ও থ্রি- হুইলারের যাত্রী শিশু জায়ান (৪)।

আরও পড়ুন

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘ‌র্ষ, নিহত ২  

এদের মধ্যে নিহত সাইদুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও শিশু জায়ান একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিন অপুর ছেলে।

এছাড়া এ দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩৩), অপুর স্ত্রী, হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২) নামে চারজন আহত হয়েছেন। হতাহতরা সবাই জিএনজিচালিত থ্রি-হুইলার ও অটোরিকশার যাত্রী এবং চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি গাড়ি সেনা সদস্যদের নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল সিএনজিচালিত একটি থ্রি-হুইলার ও অটোরিকশা। এ সময় সংঘর্ষ হয়। তখন আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দু’জন নিহত ও দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের লাশ শেবাচিমের মর্গে রযেছে।

ওসি আরও বলেন, সকাল ৭টার দিকে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

আরও পড়ুন

অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

শেবাচিম হাসপাতালে দায়িত্বরত বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম হতাহতদের বরাতে জানান, নিহত জায়ান সাইদুল ইসলামের সিএনজিচালিত থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। সাইদুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। জায়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ওয়ার্ড মাস্টার আবুল কালাম আরও বলেন, আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা শঙ্কটাপন্ন। এ ঘটনায় মোট ৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নিহতদের মরদেহ ময়না তদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস