images

সারাদেশ

ঝালকাঠিতে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান 

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৪, ১০:০৩ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (মহিলা) আয়শা আক্তার রিনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। 

আরও পড়ুন: বরগুনার দুই উপজেলায় চেয়ারম্যান হলেন এনামুল ও মিজানুর

এ সময় সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার সমাপ্তি রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলীসহ উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে বিজয়ী যারা

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং মানুষের কল্যাণে সেবা করে যাব। 

এ দায়িত্ব পালনকালে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিনিধি/ এমইউ