বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে পাথরঘাটায় এনামুল হোসাইন ও বামনায় মিজানুর রহমান জয়লাভ করেছেন।
রোববার (৯ জুন) রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খালিয়াজুরীতে শামসুজ্জামান তালুকদার জয়ী
পাথরঘাটা উপজেলায় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন ২৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের নূর আফরোজ হ্যাপি পেয়েছেন ২২ হাজার ৫৩৯ ভোট।
বামনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ১৭ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের সাইতুল ইসলাম লিটু পেয়েছেন ১০ হাজার ৩০৯ ভোট।
আরও পড়ুন: কাঁঠালিয়ার একটি কেন্দ্রে নেই ভোটার
বিজ্ঞাপন
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। তখন জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা তৎপর ছিলেন।
প্রতিনিধি/ এমইউ

