images

সারাদেশ

কাঁঠালিয়ার একটি কেন্দ্রে নেই ভোটার

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৪, ০৩:৫১ পিএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর ছয় ঘণ্টা পরেই ভোটার শূন্য হয়ে যায় একটি কেন্দ্র।

রোববার (৯ জুন) দুপুর ১টার দিকে কাঁঠালিয়া উপজেলার কৈখালী বলতলা কানাইপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়। 

আরও পড়ুন: মিজান মজুমদার ছাগলনাইয়ার চেয়ারম্যান নির্বাচিত

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুল আহসান ইলিয়াস বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ২৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৯০ জন।

আরও পড়ুন: বগুড়ার তিন উপজেলায় ২১ জন আটক

তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছু থাকলেও দুপুরের গরমের কারণে ভোটার শূন্য হয়ে গেছে এ কেন্দ্র। তবে মাঝে মাঝে ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। 

প্রতিনিধি/ এমইউ