বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ার তিন উপজেলায় ২১ জন আটক

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

বগুড়ার তিন উপজেলায় ২১ জন আটক

বগুড়ায় তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ জুন) বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলন

আটককৃতদের মধ্যে শেরপুরে ছয়জন, ধুনটে ছয়জন এবং নন্দীগ্রামে ৯ জন রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিভিন্ন কেন্দ্রের আশপাশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ছয়জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সৈকত হাসান জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ও তার আশপাশে থেকে ছয়দজনকে আটক করা হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নির্বাচনে কাজ না করায় ৫ জনের ওপর হামলা 

অপরদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, প্রার্থীর এজেন্ট হিসেবে মোবাইল ফোন ব্যবহারসহ বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। ভোটগ্রহণ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর