জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ০৫:১০ পিএম
রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে জয়নাল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল তানোর পৌরসভার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
তানোর থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল নামে ওই কিশোর শনিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস