images

সারাদেশ

র‌্যাব পরিচয়ে কারখানা শ্রমিকদের বেতনের টাকা লুট

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৪, ০৫:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে কারখানা কর্মকর্তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতনের ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার সংলগ্ন সেলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানার ৩ নম্বর গেটের সামনে থেকে ওই কর্মকর্তাদের তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আনসার সদস্যদের হাত-পা বেঁধে ব্যাংক ডাকাতির চেষ্টা

পরে প্রায় ঘণ্টা খানেক পর বিকেল সাড়ে ৫টায় অপহৃতদের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় নামিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি প্রাইভেট ব্যাংক থেকে কারখানা শ্রমিকদের ঈদ বোনাস ও ট্রাক ভাড়া দেওয়ার জন্য ১৯ লাখ ৪৫ হাজার টাকা তোলা হয়। পরে একটি প্রাইভেটকারে করে টাকাসহ কর্মকর্তারা উপজেলার নয়নপুর বাজার এলাকায় সেলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় যাচ্ছিলেন। কর্মকর্তাদের নিয়ে টাকাসহ প্রাইভেটকারটি কারখানার ৩ নম্বর গেটের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা একটি টয়োটা এক্স-নোয়া গাড়ি দিয়ে এসে ওই প্রাইভেটকারের গতিরোধ করে দুর্বৃত্তরা। ওই অপরাধীরা নিজেদের র‌্যাব বলে পরিচয় দিচ্ছিল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টাকার ব্যাগ রেখে অপহৃত তিন কারখানা কর্মকর্তাকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় নামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতি, ৫ জনকে গণপিটুনি 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ