জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ০৪:২৬ পিএম
নরসিংদীতে ট্রেনের মধ্যে এক যাত্রীর কিল-ঘুষিতে ঝুমুর কান্তি বাউল (৫২) নামে আরেক রেল যাত্রী নিহতের সংবাদ পাওয়া গেছে। তখন ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে ঝগড়া হয়েছিল বলে যাত্রীদের সূত্রে জানা যায়।
বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমুর বাউল নরসিংদী শহরের বীরপুরে বাসিন্দা। হত্যায় অভিযুক্ত ওই যাত্রীর নাম মঞ্জুর (৫৫)।
আরও পড়ুন: গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ২
মঞ্জুর চট্টগ্রামের সীতাকুন্ডের মৃত হাফেজ মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জুরকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
ট্রেনের যাত্রীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময়ে নরসিংদী থেকে ঝুমুর বাউল নামে এক যাত্রী ট্রেনের পিছনের বগিতে উঠে জানালার পাশে দাঁড়াতে চাইলে সিটে বসে থাকা মঞ্জুর তাতে বাঁধা দেয়।
আরও পড়ুন: মাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড
এ নিয়ে তর্কের জেরে মঞ্জুর দাঁড়িয়ে থাকা ঝুমুরকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান ঝুমুর বাউল। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে ট্রেনটি সকাল ৬টা ৩৪ মিনিটে নরসিংদী রেলস্টেশন ছেড়ে এলে অভিযুক্ত যাত্রীও সেই ট্রেনে চড়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এর আগেই যাত্রীরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করলে কমলাপুর রেলওয়ে পুলিশের নজরে আসে। পরে ওই ট্রেন থেকে সকাল সাড়ে ৮টায় তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লাহ বলেন, নিহতের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এমইউ