images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের বিজয় মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৪, ০৯:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বেসরকারি ফলাফলে জয় লাভ করেন। এই খবরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে সড়কে দাড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। তার ছোড়া গুলি মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আরও পড়ুন

পদ হারানোর পরই স্ত্রীকে সামনে আনলেন ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত ইজাজ ও গুলি করা ফারাবি জয় দুজনই জয়ী চেয়ারম্যান প্রার্থীর পক্ষের। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। তবে কি নিয়ে বিরোধ ছিল তা জানা যায়নি।এরই জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের আটক ও ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

প্রতিনিধি/একেবি