জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০৬:৩৫ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য কারাগারে
গ্রেফতার মাদক কারবারির নাম নিজাম উদ্দিন (৪৬)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা (শিলকুড়ি) গ্রামের ময়ান আলীর ছেলে।
অপরদিকে গ্রেফতার মিলন মিয়া (৩৬) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: আশুলিয়ায় ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ গ্রেফতার ৪
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধাপেরহাট এলাকার মহাসড়কের ওভার ব্রিজের নিচে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। একপর্যায়ে এ ট্রাকে থাকা ২০ কেজি শুকনো গাঁজা জব্দসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/ এমইউ