মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য কারাগারে

জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি কারাগারে রয়েছেন।

শুক্রবার (৩১ মে) বিকেলে মেলান্দহ থানায় মাদক মামলায় পুলিশ ওই ইউপি সদস্যকে আদালত হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আশুলিয়ায় ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ গ্রেফতার ৪

গ্রেফতার ইউপি সদস্যের নাম বেলাল শেখ। তিনি উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে ইউপি সদস্য বেলাল শেখকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ইউপি সদস্য বেলাল শেখ বেশ কিছু দিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেফতার ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) -এর ১৯ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে ২ কোটি ৯০ লাখ টাকার মাদক উদ্ধার 


বিজ্ঞাপন


এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন-সহ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর