images

সারাদেশ

মানিকগঞ্জে ভোটের ফলাফল বিলম্বের অভিযোগে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

২৯ মে ২০২৪, ১০:০৩ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্ব ও কারচুপির আশঙ্কায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার সমর্থকরা।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন সাবেক এমপি, প্রভাব খাটানোর অভিযোগ

পরে প্রশাসনের আশ্বাসে আধা ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।     

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা এগিয়ে গেলেও সন্ধ্যার পর হঠাৎ ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুদেব সাহাসহ তার কয়েকশ কর্মী-সমর্থক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুরো উপজেলা চত্বর তার কর্মী-সমর্থকরা ঘেরাও করে রাখে।

আরও পড়ুন: বগুড়ায় যুবলীগ নেতা আটক

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এই উপজেলার ফলাফল ঘোষণা করা হয়নি।

প্রতিনিধি/ এমইউ