images

সারাদেশ

ঘূর্ণিঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মে ২০২৪, ১১:৫২ এএম

ঘূর্ণিঝড়ের কারণে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল হোসেন।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২১ বছর বয়সী রাসেল।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমালে মৃতের সংখ্যা বেড়ে ১৩

রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। একপর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ার ফাইটার রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খুলনায় গাছচাপায় যুবকের মৃত্যু

রাসেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআইকে/এমআর