images

সারাদেশ

জয়পুরহাটে ধানখেতে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৪, ০২:১৩ পিএম

images

জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার শেখপাড়া ফসলি মাঠে একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কৃষকরা ধান কাটতে যাওয়ার সময় ফসলের মাঠে বরেন্দ্র গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

লালমনিরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ওই ব্যক্তির শরীর ও বিভিন্ন চিহ্ন দেখা মনে হয়েছে তিনি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিলেন। তবে চুরি করতে পারেননি। সেখানে বিদ্যুতের শক লেগে নিচে পড়ে গিয়ে মারা যান বলে জানান ওসি।

প্রতিনিধি/এসএস