সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০২:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের আদিতমারীতে মনজুনা খাতুন (৩৫) নামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী মিন্টু মিয়াকে (৪৭) নিজবাড়ী থেকে তাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) ভোরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নারী মনজুনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে।

আরও পড়ুন

জয়পুরহাটে ধানখেতে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, পাঠানটারী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিন্টু মিয়া তার স্ত্রী মনজুনা খাতুনকে বিভিন্ন বিষয় নিয়ে অবিশ্বাস করতো। এ নিয়ে সব সময় তাদের মাঝে ঝগড়া লেগে থাকতো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মিন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে তাকে হত্যা করে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিন্টু মিয়া তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ঘাতক মিন্টু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন